Saturday, 4 April 2020

ভাওয়াইয়া-দোতরা পত্রিকা অষ্টম (০৮) সংখ্যা বাইর হইল ০৫-০৪-২০

মাড়েঞার কলমত--
মহাশয়/মহাশয়া;
"হামরা দিনের শ্যাষত সগায় একে ঘাটার সওয়ারি"---
হামরা সগায় গোটা দুনিয়ার সাথে সাথে হামরাও একখান ভয়ের মধ্যে দিয়া দিন গুলা ফুরির লাগছি। জিউ শুকি যায় কলিজা ফাটিয়া যায় 
তাও বাঁচি বার হাউস না ফুরায়। হামরা সগায় কামনা করি এইলা বয়া দিন ঘুচি  যাক পছকরি।


__________________________________________

                                             ভাওয়াইয়া-দোতরা
সারিন্দা                                 সংখ্যা :অষ্টম (০৮) 
দুর্গেশ বর্মন                                 ০৫-০৪-২০

বাও বাতাসে ফুলের নাকান বেড়ায় গান।
পাছিলা সাড়ি উল্টি পরা, তাও নাগার তালিম- আব্বাসউদ্দীন মুখে মুখে শুনা যায়, বাউদীয়া করিবে পালা হেমার সংসাতো বোঝে না, গান মানে কি ?

বোঝে বাচি থাকা
কোনটে গাড়িয়াল কোনটে মৈষাল
চলছে গানের মেলা।
হেমার সংসার আজি সারিন্দা।
__________________________________________

  উদাসু                               ভাওয়াইয়া-দোতরা
সুধাংশু বর্মন                         সংখ্যা: অষ্টম (০৮) 
                                                  ০৫-০৪-২০
উদাস হয়া আছো বসি
ভাবিয়া না পাং কূল
ক্যাংকরি কাটামো
জীবন গিলা যে ধরিসে ঘুন।
বাপ্ ঠাকুরদার মুখত যত
শুনিসুং ব্যাধির নাম,
সেকা ট্যাঙ্গা খায়া সেলা
ব্যাধি পালাইসে ভিটা ছাড়ি।
বর্তমানের কাথা কিকবুরে ভাই
ওগ বিয়াদির জ্বালায় হামা
ঘর থাকি নাবিরাই।
এমন অসুখ আসিল ভাই
কিছুই না যায় করা,
ঘর থাকি বিড়াইলে ভাই
শাসায় খালি করোনা।
হিকান করোনা,হুকান করোনা
এতই বাঁধা ভাই
কাজ না করিয়া জীবন গিলা
জিয়ামও কেমনে ভাই।
উদাস হয়া আছো বসি
ঘরের কোনাত ভাই
আতি - দিনে সমান হুসে
বুঝিবারে না পাই।

__________________________________________

নিখোঁজ খোঁজে                  ভাওয়াইয়া-দোতরা    বিষ্ণু রায়                              সংখ্যা:অষ্টম (০৮)                                                   ০৫-০৪-২০

যা কিছু হারাইসে জীবন থাকিয়া,
                 তারে কি আর পাইম খুঁজিয়া।
অথাও জলোত ডুব দেও শেষে,
                  যদি পাও কুনোদিন ফিরিয়া।
নদীও হইসে আজি নিধুয়া বালুর চর,
                    শুকিয়া গেইসে নদীর জল।
বালুর উপুরাত গড়ামোড়ি দেও মুই,
                         হাস্তেয়াও না পাও তল।
মিছার জালোত সেইত্য‌ বন্দি আজি,
                       আপন মানষি হইসে পর।
নিজেই নিজের পেটত ছুরি চালাছি,
               হামেরা আজি বড়োয় স্বার্থপর।
পূর্নিমার চাঁনটাতো গ্ৰহন নাগিসে,
              চাঁনের অঙ্গ আজি হইসে কালা।
সমাজটা আজি ভর্তি রাহু কেতুতে,
             হাতোত নিয়া ছলচাতুরির মালা।
টেকসো উঠকিয়া ঘাটিয়া দেখো মুই,
              আছে কতো মনি,মানিক্য,রতন।
ছলচাতুরির জালোত বন্দি আজি,
               হামার "গর্বের"সাত রাজার ধন।
ভাবিলে বুকখান কাঁপিয়া উঠে,
                     মোচড়ে উঠে কলিজা খান।
নিখোঁজের খোঁজে চলিতে থাকিম মুই,
                  প্রয়োজনে জীবন করিম দান।
__________________________________________

আপসোস                        ভাওয়াইয়া-দোতরা
বিবেক রায়                           সংখ্যা:অষ্টম (০৮) 
                                                   ০৫-০৪-২০
খালি আপসোস করিতে
বেলা ভাটি যায়
কত কিছু ফুড়িয়া গেইল
এ কয়দিনে মুই দেখিলুং জীবন ক্যামন হয়
না নাগে আরো এমন জীবন
মুই রেহাই চাঙ ইবার
তোর কাছ থাকি
আজি না সোপন আছে-না আশা জাগে
সবে কিছুই যেন হাতের নাগালের বাইরোত চলি গেইল
বিশাল আকাশ থাকিয়াও
খাঁচার পখির মতন জীয়া আছোং
এলাও ঘাটা খান পড়ি আছে
মুইও যে মানষি ভুলি জাঙ ও জীবন
মনের বল হাড়েয়া
হাল ছাড়ির কাথা ভাবোং
আরো কত সূর্য গ্রহণ দেখিম ।


__________________________________________

আইসো সগায়                      ভাওয়াইয়া-দোতরা
অভিজিৎ বর্মন                     সংখ্যা:অষ্টম (০৮)                                                   ০৫-০৪-২০
উত্তরবঙ্গ গৈরব হামার
আর কামতার মাটি,
পবিত্র মোর উজ্জন ভুই
সোনার চাইতে খাঁটি।

চা তাঙ্কুর আবাদ করি
দুনিয়া সুদ্ধে জানে,
বৈদেশা বন্ধুর মন ভরি যায়
হামার ভাওয়াইয়া গানে।

উজ্জন নিছে এই দ্যাশতে
ঠাকুর পঞ্চানন,
আর উজ্জিছে সোনার ছাওয়া
সপোনা বর্মন।

তাওবা ক্যানে হামরা এলাঙ
অবহেলাত পরি,
উমার গোলাম থাইকমো না আর
আইসো সগায় নড়ি।
__________________________________________

বিয়াও পাগলা                      ভাওয়াইয়া-দোতরা
পুজা রায়                             সংখ্যা: অষ্টম (০৮) 
                                                   ০৫-০৪-২০
বিয়ার বয়স পার করিয়া
হলুং আজি বুড়া,
চুল পাকিছে দাড়ি পাকিছে
চলে না আর দেহা।

মনটা মোর খুলবুলায়
বিয়াও করির বাদে,
রাইতোত মুই ছটফটাং
নিন্দে না ধরে।

বয়সটা মোর বুড়া হইছে
বাপ মাও মোর বোঝে না,
কায় পরাবে গলাত মালা
এমন কৈন্যা মেলে না।।
__________________________________________

বাউদীয়া                            ভাওয়াইয়া-দোতরা
বিপুল বর্মন                             সংখ্যা:অষ্টম (০৮)
                                                 ০৫-০৪-২০
বেলাটায় বুঝি ডুবি গেইল
সইন্ধ্যা হইতে বাকি নাই
এলাও বসি বসি ভাবং
তুই আছিস কি নাই ।

ক্লান্ত পাখিলাও বাসাত আসিয়া
মোক কয় ক্যানে আছিস বসিয়া?
এলাও বসি বসি ভাবং
তুই কি আসবু না আর ফিরিয়া ?

আলো আন্ধারের রঙের খেলাত
আজি হারে গেইল মোর ছায়া,
এলাও বসি বসি ভাবং
তোর কি একনাও নাই মায়া ?

মোর চেনা নদীটাও পুচ্ করে
মুই বোলে মানষিটায় অচেনা,
এলাও বসি বসি ভাবং
তোর কি সউগ ছিল ছলনা ?

নিঃশ্বাস নিবার না পাং কইন্যা
আর না থাকং ফাকতে বসিয়া,
এলাও বসি বসি ভাবং
সচাং বুঝি হইছং বাউদিয়া ।
__________________________________________

 বেটিছাওয়া                        ভাওয়াইয়া-দোতরা
 ডোনা রায় বসুনিয়া               সংখ্যা:অষ্টম (০৮) 
                                                 ০৫-০৪-২০
কি কোম আর মনের কথা
চিত্তে না ধরে প্রাণের ব্যথা
হামা হলি বেটিছাওয়া,
হামার ঘরত আছে ছাওয়া
ঘরের কাম আর ছাওয়ার কান্দন
দুই সামলাইতে গেইল জীবন
কাম কাজ ছারাও যে জীবন আছে,
তা ভাবিবার কি আর হামার কপাল আছে,
 হামারা হলি বেটিছাওয়া
হামার বাহারত যাওয়াও মানা
যত খুশি আন্দোবারো
কাজ কর্ম গিলা তামানে কর।
আরও যদি বাঁচে বেলা
শাশুড়ি কবে-
কালিকার কাম গিলা আগে থোন এলা,
ঘরের বাইরত হামার যাওয়া মানা
বই পড়া স্বপন হামার দেখাও মানা
হামা হলি বেটিছাওয়া
হামার জাগিয়া স্বপন দেখা মানা ।
মাইয়া মানষির বড় কথা
হামার সমাজ পায় ব্যথা।
বেটাছাওয়া গিলাক মুই বুঝাং ক্যাংকুরি
বেট্টিছাওয়া বেট্টাছাওয়া যে স্বয়ং ভগ্গোবানের সৃষ্টি ।
__________________________________________


লেখা পাঠান : 8972937007
                       rbarman199881@gmail.com

সোমবার থাকি বৃহস্পতিবার